সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গুইমারায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় 

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

গুইমারায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময় 

জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার নেতাদের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আয়োজনে বুধবার (২০ নভেম্বর) তাদের দলীয় কর্যালয়ে জামায়াতে ইসলামী গুইমারা শাখার মিডিয়া সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আমির রফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সমাজসেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মঈন উদ্দিন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, সাংবাদিক এম সাইফুর রহমান ও বি এম বাশার। এছাড়া গুইমারা প্রেসক্লাবের সহ সভাপতি মুহাম্মদ আব্দুল আলীসহ স্থানীয় পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ